জাহিদ হাসান.নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গা) আসনে অন্যান্য রাজনৈতিক দলের একক প্রার্থী ঘোষণা করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর মনোনয়ন প্রত্যাশীদের রয়েছে লম্বা লাইন। বড় দল হিসেবে পরিচিত বিএনপিতে ধানের শীষের দাবিদার হয়ে প্রার্থীতা জানান দিয়ে এ পর্যন্ত ২০ জন মাঠে নেমেছেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা বিভিন্ন ভাবে জনসম্মুখে জানান দিচ্ছেন।তারা নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য স্থানগুলোতে ব্যানার- পোস্টার,ফেসবুক,সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন,তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন,উঠান বৈঠক,ভোটারদের সাথে মতবিনিময়,বিভিন্ন অনুষ্ঠানে যোগদান,ধর্মীয় সভা,পূুজায় মত বিনিময় করছেন।বিগত আওয়ামী সরকারের সৈরশাসন,নির্যাতন- নিপীড়নসহ বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরছেন।গণ সংযোগের মাধ্যমে তারা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।শুধু তাই নয়,নিজ দলের নেতাকর্মীদের খোঁজখবরও নিচ্ছেন। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে এবং কেন্দ্রে লবিং করছেন তারা হলেন,১৯৯১ সাল হতে ২০০৭ পর্যন্ত চার চার বার নির্বাচিত এমপি,বিএনপির কান্ডারি,সদ্যপ্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য পুত্র,জেলা বিএনপির অন্যতম সদস্য রাহিত মান্নান লেনিন,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,বিশিষ্ট শিল্পপতি রকিবুল করিম পাপ্পু,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার আফসার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাতেন,নারী উদ্যোক্তা শিল্পপতি রুহি আফজাল,রায়গঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মিজানুর রহমান তালুকদারের উত্তরসূরী নিমগাছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম শিশির,অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী রাকিবুল আলম মিয়া,তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হাকিম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলিম, জার্মান প্রবাসী সাব্বির আহমেদ,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সবুজ্জল হোসেন উজ্জ্বল,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম।
অপর দিকে অন্যান্য রাজনৈতিক দলের একক ভাবে চূড়ান্ত প্রার্থীদের তালিকায় শো ডাউন,প্রচারণায় নাম শোনা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থী ড. আব্দুস সামাদ,ইসলামী আন্দোলন (হাত পাখা) প্রতীকের প্রার্থী গাজী আইনুল হক,খেলাফত মজলিশ (রিক্সা) প্রতীকের প্রার্থী মুফতি মাও আব্দূর রউফ,
এবং জাকের পার্টির (গোলাপ ফুল) প্রতিকের প্রার্থী আলমগীর হোসেন।নির্বাচনী এলাকার রাস্তাঘাট,হাট-বাজার,চা স্টল ও জনবহুল এলাকা ঘুরে ভোটারদের ভাষ্যমতে জানা যায়,নির্বাচনী এলাকার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ,বিএনপির রূপকার, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাটি মানুষের নেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুর পর বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনটিতে অনেকেই উড়ে এসে জুড়ে বসতে চায়।বাইরের কোন নেতা এসে এ আসনে বিএনপির নমিনেশন নিলে ভোটাররা তা মেনে নেবে না।ভোটারদের ভাষ্য,যারা আওয়ামীর দুঃশাসনামলে রাজপথে থেকে লড়াই করেছেন,বিএনপি’র দুঃসময় যারা জেল-জুলুম,নির্যাতন সহ্য করেছেন,নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এমন যোগ্য প্রার্থীদেরকেই তারা ভোট দিবেন।