300
ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কবি মান্না রায়হান আর নেই

admin
September 7, 2025 2:35 pm
Link Copied!

জাহিদ হাসান.

সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে সিদ্দিকুল আওয়ালিন অমিয় তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্না রায়হান। ওইদিন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন ভর্তি থাকার পর সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাত পৌণে তিনটার দিকে আবারও অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। আজ বাদ আসর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মৃুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST