300
ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

admin
October 4, 2025 8:32 pm
Link Copied!

    হযরত আলী,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ১০টায় উপজেলার ডি. এস. এ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘বুনন’ আয়োজিত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে বিভিন্ন বয়সী দুই শতাধিক লোক সমাগম হয়।

    বুননের সভাপতি ইকবাল এইচ রিপনের সভাপতিত্বে সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামি, বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী আফতাব সূর্য, বুননের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো: আনিসুর রহমান, জাতীয় যুব শক্তির সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব মুছা হাসেমী বেলকুচি থানা প্রশাসন প্রমুখ।

    সমাবেশে বক্তারা মাদকের কুফল তুলে ধরে তা নির্মূলে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের ক্ষতিকর দিক তুলে এই অঞ্চলের মানুষকে সচেতনতা বাড়াতে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে পরামর্শ প্রদান করেন ।

    এসময় বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. আলী আফতাব সূর্য বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী, যা আমাদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ। মাধক সামাজের জন্য ক্যান্সার। মাদক সেবনে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বড় ধরনের রোগ গুলো এই মাদক সেবনের কারণে হয়ে থাকে ।এই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ সচেতনতায় যুব সমাজের এ ধরণের আয়োজন জন্য তিনি প্রসংশা করেন। আগামীতে বৃহৎ পরিসরে আয়োজনের পরামর্শ দেন।

    সমাবেশ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আনিসুর রহমান বলেন, শুধু একটি সমাবেশে সীমাদ্ধ থাকলে চলবে না। মাদক নির্মূলে গ্রামে গ্রামে কমিটি গঠন করতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক ভাবে বর্জন করতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে।

    এসময় আব্দুল মান্নান সরকার বলেন, মাদকবিরোধী এই আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে আছি। আপনাদের উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবো।

    মাদক নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করে অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন, আমাদের দলের কোন নেতা বিড়ি-সিগারেট পর্যন্ত খায় না। সিগারেট সকল নপশার জননী। আমরা যদি জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারি তাহলে মাদক বিরোধী আইন পাস করবো। আর যদি এই অঞ্চলে পাশ করতে পারি তাহলে এই অঞ্চল থেকে মাদক নির্মূলে করবো ইনশাআল্লাহ!

    উপজেলার সদর ইউনিয়নের দ্বাড়িয়াপুর রাণীপুরা ও দেলুয়া গ্রাম, রাজাপুর ইউনিয়নের শাহপুর ও আগুড়িয়া গ্রাম এবং বেলকুচি পৌরসভার বয়ড়াবাড়ি গ্রামের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন। সমাবেশ পরবর্তী মাদকবিরোধী পদযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST