300
ঢাকাWednesday , 11 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কের মরা গাছ এখন মরণফাঁদ

admin
June 11, 2025 1:34 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোল চত্বরে বড় আকারের গাছ মরে শুকিয়ে গেছে। ডাল ভেঙে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় পুরো গাছ ভেঙ্গে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘদিন থেকে গাছটি মরা অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।সরেজমিনে দেখা গেছে,গোল চত্বরের মাঝখানে বিশাল আকৃতির একটি গাছ রয়েছে। হঠাৎ গাছটি মারা যাওয়ার পর সেগুলোর ডালপালা শুকিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘ প্রায় এক বছর হলো গাছটি মরা অবস্থায় রয়েছে।গত ছয় মাসে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙ্গে পড়ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন বাস-ট্রাকসহ ছোট-বড় অসংখ্য যান চলাচল করে। ফলে ঝড়-বৃষ্টির কারণে যেকোনো সময় মরা গাছ ভেঙ্গে পড়ে বড় ধরনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
গোল চত্বরের চা বিক্রেতা জাফর আলী শেখ ও সাবেক ইউপি সদস্য আঃ বারিক আকন্দ বলেন, এই সড়ক দিয়ে চলার সময় তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কর্তৃপক্ষ গাছগুলো বিক্রি না করায় সবাই ঝুঁকির মধ্যে রয়েছে।
নুর মোহাম্মদ তাসিন নামের এক স্কুল ছাত্র জানান, ঈদের দিন বিকেলে আমার নানার বাড়ি যাওয়ার সময় গোল চত্বর পৌঁছিলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আমি একটি দোকানের বারান্দায় দাঁড়িয়ে থাকি। বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ গাছের একটি বড় ডাল ভেঙ্গে পড়ে অর্ধেক গাছের সাথে ঝুলে থাকে এবং অর্ধেক পাকা রাস্তার উপর পড়ে।
গ্রামবাসী ও পথচারীদের দাবি গোল চত্বরের মৃত গাছটি দ্রুত অপসারণ করা হোক।
পবিত্র ঈদুল আজহার কারনে অফিস বন্ধ থাকায় এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST