গ্রামীণ খবর ডেস্ক রিপোর্টঃ
আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশের অপেক্ষায় অনলাইন নিউজ পোটাল গ্রামীণ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাহেদ আলী কে হার্ট অ্যাটাক জনিত অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বৃহস্পতিবার(২৯জুলাই)রাতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এনায়েত পুর সিরাজগঞ্জ ভর্তি করা হয়েছে।সেখানে তাকে আইসিইউ রাখা হয়।পরে অবস্থার উন্নতি হলে শুক্রবার দুপুরে আইসিইউ হতে বের করে হাসপাতাল বেডে স্থানান্তর করা হয়।
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুস সালাম গ্রামীণ খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,সাহেদ আলী হঠাৎ শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করায় রাতেই এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হার্ট অ্যাটাক ছাড়া তিনি আরও অন্য কোন রোগে আক্রান্ত আছেন কিনা এ নিয়ে হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান,তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে।
সাহেদ আলী এর আগে প্রথমে দৈনিক আজকের কাগজ,পরে দৈনিক ইত্তেফাক সলঙ্গা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।বর্তমানে তিনি দৈনিক তৃতীয় মাত্রা সহ স্থানীয় বিভিন্ন প্রত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। অসুস্থ সিনিয়র সাংবাদিক সাহেদ আলীর পরিবার তার রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।