জাহিদ হাসান.নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ পায়ে আঘাত পেয়ে কেটে যাওয়ায় ডায়বেটিস সমস্যা জনিত কারনে গুরুতর অসুস্থ হলে তাকে দেখতে তার বাসায় যান সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
বুধবার(৮অক্টোবর)সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও গ্রামীণ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদ আলী,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সাবেক সলঙ্গা প্রতিনিধি আব্দুস সালাম মাষ্টার,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের সলঙ্গা প্রতিনিধি হোসেন আলী দুপুরে সলঙ্গা থানার আমশড়া গ্রামের জোর দিঘি এলাকার ফারুক আহমেদের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় সাংবাদিক ফারুক আহমেদের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজ খবর নেওয়ার পর মহান আল্লাহতালার নিকট দ্রুত সুস্থতা কামনা করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,ফারুক আহমেদ সাংবাদিকতার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন করেছেন।তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সাংবাদিকতা ও সমাজের উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন পারেন।